Monday, 12 May 2025

সান্ধ্য ভ্রমণ

তখন দেশে covid এর আক্রমণ 

তিনজন মহিলা গলিতে সান্ধ্যভ্রমণে বেড়িয়েছেন। দুজন শাড়ি, একজন কামিজে। দেখা যাচ্ছে শাড়ি জনেরা আঁচল দিয়ে এবং কামিজের উনি ওরনা দিয়ে মুখ ঢেকে রেখে মোটামুটি দূরত্ব বজায় রেখে হাঁটছেন। গলির মুখে পৌঁছে আবার ফিরে আসছেন। বোঝা যাচ্ছে নিতান্তই শারীরিক সুস্থতার প্রয়োজনেই হাঁটতে বেড়িয়েছেন, গল্প আড্ডার উদ্দ্যেশ্যে নয়। বারচারেক গলি অতিক্রম করার পর তাঁদের মধ্যেকার দূরত্ব কমছে মনে হলো। মুখ থেকে ঢাকা সরছে। অল্প অল্প। এখন একদম নেই। খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথাবার্তা চলছে। কাছাকাছি আসতে শোনা গেল, পাশের বাড়ির বসাককাকু নাকি কাল আলুপোস্ততে নুন বেশি দিয়েছেন, তাতে বসাক কাকিমা কাকুকে সামান্য উত্তেজিত হয়ে কিছু অনাবিল অকৃত্তিম গালি দিয়েছেন। গলা বসাক কাকিমার কখনই বসে থাকে না। তার ফলে সে ধ্বনি পাড়া মহল্লায় সাড়া ফেলেছে।

ব্যাপারটা এতটাই তাৎপর্যপূর্ণ, যে মুখ ঢেকে রেখে তার সম্পূর্ণ বর্ণন প্রায় অসম্ভব।

তবে ব্যাপারটা নিয়ে আলোচনার পর পরই তিনজনেই আবার মুখ ঢাকা দিয়েছেন এবং ধীরেধীরে বাড়ী চলে যাচ্ছেন।

আজকের সান্ধ্য ভ্রমণ এই অব্দি।


১২ মে ২০২০ 




Saturday, 10 May 2025

একটা গান পাঠিও

 ধরো যদি মনের চিলেকোঠায় ঘনায় ধন্ধ,

সহসা যোগাযোগের রাজপথ হয়ে যায় বন্ধ,

মাঝরাতে তবু উড়ে আসে চেনা সেই গন্ধ,

কষ্টে যদি তোমায় খুঁজি, আঁধারে আমি অন্ধ,



একটা গান পাঠিও


(০৯ মে ২০১৯)





Friday, 2 May 2025

রাজপুত্র vs ব্যাঙ

 একজন রাজকন্যা একবার একটি ব্যাঙকে চুমু খায়, এবং সবুজ ত্বকের নিচে এক সুদর্শন রাজপুত্র প্রকাশ পায়। ধরুন ঘটনা অন্যরকম। একটি ব্যাঙ, এক রাজকন্যাকে চুমু খায় এবং তাকেও ব্যাঙে পরিণত করে, এবং নিজের জলাভূমির জগতে নিয়ে যায়? এই অদ্ভুত পটচিত্রে, তাদের আর প্রাসাদ বা মুকুটের দরকার হয় না, শুধু পদ্ম শালুক কচুরিপানা ভরা আর চাঁদের আলোয় ঝিকিমিকি করা পুকুরই তাদের রাজ্য হয়ে ওঠে। তারা একসাথে জলাভূমিতে লাফায়, মোহময় ভালবাসার জালে জড়িয়ে থাকে। যখন বৃষ্টি নামে, তখন তা হয়ে ওঠে নিখাদ ব্যাঙদের উৎসব, তারা কাদায় লাফায়, জিহ্বায় বৃষ্টির ফোঁটা ধরে আর আনন্দে মেতে ওঠে। এমনকি আকাশও যেন আশীর্বাদ করে তাদের প্রাণময় প্রেমকাহিনীকে।

সুন্দর, তাই না?

কিন্তু আমরা কি কখনও ভাবি, প্রচলিত গল্পে রাজপুত্রকে কেন ব্যাঙের সঙ্গে তুলনা করা হলো? অনেক জায়গায় ব্যাঙকে কুৎসিত, পিচ্ছিল বলে মনে করা হয়, যা রাজপুত্রের সৌন্দর্যের এক নিখুঁত বিপরীত। কিন্তু আমরা কীভাবে বিচার করি কী সুন্দর আর কী নয়? কুৎসিততা কি সত্যিই সহজাত, নাকি তা শুধুই আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়?