Wednesday, 7 December 2016

একবার বলো, "ভালোবাসা মিথ্যে"

বিয়েটা স্থির হতেই একরাশ স্বপ্ন এলো,মেয়েটা একটা একটা করে বুনলো স্বপ্নের রাজমহল। সত্যি যেন রাজকুমার​।
মনে পড়লেই কাটাঁ দিত সর্বাঙ্গে।

বিয়ে হল​।

একটা করে দিন যায়,স্বপ্নজালক আলগা হতে শুরু করে।
চাকরি মিথ্যে,মিথ্যে ফ্ল্যাট,ছবি আঁকা মিথ্যে,গান গাওয়া মিথ্যে।
বার বার জিজ্ঞাস করে মেয়েটা, "কেন? কেন​?"
তাতে আরও মিথ্যে।
সবাই মেয়েটাকে বোঝায়, "সম্পর্কটাই তো মিথ্যে।বেড়িয়ে আয়"।

মেয়েটা বেড়িয়ে আসতো যদি মিথ্যে রাজকুমার একবার বলত, "ভালোবাসা মিথ্যে"।

এখন আর স্বপ্ন নেই, শুধু অপেক্ষা!

No comments:

Post a Comment