Sunday, 12 October 2025

মনের ভুল?

 এমন ঝগড়া, বাড়িতে কাক-চিল বসছে না।

গজগজ করতে করতে মনটা অন্যদিকে ডাইভার্ট করার প্রবল চেষ্টা চলছে।

বই পড়া? শব্দগুলো সিম্পলি মাথার পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে।

অফিসের কাজ? তাতে ওই ঝগড়াকালীন কথা কাটাকাটি, ক্ষতবিক্ষত হয়ে শোণিত প্রবাহিত হচ্ছে।

কাজে ভুল হওয়ার চান্স।

কারোর সাথে কথা বলা? সমস্যা হলো যে তাতে, সে বেচারা জীবন্ত বলি হবে অকারণে।

কি করা! কি করা!

কানে হেডফোন। গোঁজা গেলো। এলোমেলো গান চললো।

আকাশটা কি আজ একটু বেশিই নীল?

মেঘ গুলোর একটা মহিষ, একটা ঘোড়া আর ঐটা কি? রথ?

হালকা ঢাকের আওয়াজ এলো কি?

ধুনোর গন্ধটা?আরে, শরৎকাল এসে গেছে যে সেইটাই যে চোখ তুলে দেখা হয়নি হায় এতদিন।

মনে হতেই কি যেন শিরশির করে বয়ে গেলো সারা দেহে।

পুজো আসছে।

কানে বেজে চলা “মধুকৈঠভবিদ্রাভি বিধাতরু বরোদে নামাহ" র ম্যাজিক বুঝি?

নাকি সবই মনের ভুল?


৯ অক্টোবর ২০১৮ 



আরে ধুর, আরে ঐটার কি হবে

- কি রে, কি হবে

- বৃষ্টি কমে যাবে, চিন্তা কোরো না।

- না ওই, কি হবে

- কালই হবে। মূর্তি উন্মোচন। চলে এস বিকেলবেলা।

- সে ঠিক আছে, কিন্তু ওটার কি হবে

- ও ওটা একটু সময় লাগবে গো। কালীপুজোর পরেই হবে মনে হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, হুড়োহুড়ি করলে চলে?

- আরে ধুর, আরে ঐটার কি হবে?

- কোনটা গো? এইরে, তুমিও কি রাজুর বৌ এর কথা জেনে গিয়েছো? ওটা নিয়ে চাপ নিও না। পালিয়ে বিয়ে করেছে তো কি আমরা সবাই মিলে জমিয়ে বিয়ের আয়োজন করবো ......

- কি জ্বালা, আরে বাবা ঐটার, ঐটার কি হবে?

- কি ঐটা ঐটা করছো বলতো? চাঁদার হিসেব মিলছে না, মাথা এমনিতেই চটকে, তারমধ্যে এইটার কি হবে, ঐটার কি হবে, করছো। শোনো, গ্যাসের দাম আরও বাড়বে, পটলেরও, জলেরও, সাপবাজিরও, সিগারেটেরও, বিরিয়ানিরও, লুঙ্গিরও। দেশে ভিড় আরও বাড়বে, গুঁতোগুঁতি, হুড়োহুড়ি বাড়বে, তাতে মানুষের দাম একটু কমবে। বাকি সব যেমন হচ্ছে, খিদে-বাথরুম-নিঃশ্বাস-প্রশ্বাস-ঢেঁকুর তেমনি হবে।

- এই রে, না মানে বলছিলাম যে

- বলাটাও হবে, শোনা কম হবে, শব্দদূষণ হবে, ধোঁয়া হবে, কাশি হবে, ডাক্তার হবে, ওষুধ হবে, মৃত্যু হবে, জন্ম হবে .....

- বিলিতি ওয়াইনটা কবে খোলা হবে?


১২ অক্টোবর ২০১৮