- কি রে, কি হবে
- বৃষ্টি কমে যাবে, চিন্তা কোরো না।
- না ওই, কি হবে
- কালই হবে। মূর্তি উন্মোচন। চলে এস বিকেলবেলা।
- সে ঠিক আছে, কিন্তু ওটার কি হবে
- ও ওটা একটু সময় লাগবে গো। কালীপুজোর পরেই হবে মনে হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, হুড়োহুড়ি করলে চলে?
- আরে ধুর, আরে ঐটার কি হবে?
- কোনটা গো? এইরে, তুমিও কি রাজুর বৌ এর কথা জেনে গিয়েছো? ওটা নিয়ে চাপ নিও না। পালিয়ে বিয়ে করেছে তো কি আমরা সবাই মিলে জমিয়ে বিয়ের আয়োজন করবো ......
- কি জ্বালা, আরে বাবা ঐটার, ঐটার কি হবে?
- কি ঐটা ঐটা করছো বলতো? চাঁদার হিসেব মিলছে না, মাথা এমনিতেই চটকে, তারমধ্যে এইটার কি হবে, ঐটার কি হবে, করছো। শোনো, গ্যাসের দাম আরও বাড়বে, পটলেরও, জলেরও, সাপবাজিরও, সিগারেটেরও, বিরিয়ানিরও, লুঙ্গিরও। দেশে ভিড় আরও বাড়বে, গুঁতোগুঁতি, হুড়োহুড়ি বাড়বে, তাতে মানুষের দাম একটু কমবে। বাকি সব যেমন হচ্ছে, খিদে-বাথরুম-নিঃশ্বাস-প্রশ্বাস-ঢেঁকুর তেমনি হবে।
- এই রে, না মানে বলছিলাম যে
- বলাটাও হবে, শোনা কম হবে, শব্দদূষণ হবে, ধোঁয়া হবে, কাশি হবে, ডাক্তার হবে, ওষুধ হবে, মৃত্যু হবে, জন্ম হবে .....
- বিলিতি ওয়াইনটা কবে খোলা হবে?
১২ অক্টোবর ২০১৮

No comments:
Post a Comment