- এই যে এতো ক্রিকেট ক্রিকেট করিস, কত রকম ক্রিকেট আছে জানিস? খোঁজ রাখিস?
- হ্যাঁ এই তো টেস্ট, ওডিআই .....
- তোদের দৌড় ও ওই অব্দি। হাউস ক্রিকেট জানিস? ফিল্ড ক্রিকেট?
- য়্যা? সে সব কি? ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল মানে বিদেশ .....
- ধুর। ঘরের পিছনে জঙ্গলে।
- হ্যাঁ। ঝিঁঝি পোকা। ইংরিজিতে ক্রিকেট বলে। জানতিস?
- ঝিঁঝি?
- হে হে পোকা। এবার থেকে আর বলিস না কাউকে ক্রিকেটের সব জানিস। বুঝলি? উঠে পর আর আমাকে একটু ধর তো, উঠি। এতক্ষন একটানা বসে আছি তো, কিরকম অবশ অবশ লাগছে। পায়ে ক্রিকেট। হে হে বুঝলি না? পায়ে ঝিঁঝি। 

No comments:
Post a Comment