ঝড়-বৃষ্টি-বজ্র-বিদ্যুৎ এরা বেশ জমিয়ে মাঝরাতেই একটা জবরদস্ত নাটক মঞ্চস্থ করবে বলে রেডি।
পর্দা উঠল।
নাটক শুরু হল।
সমস্যার শুরু তার পরে।
নাটক শুরু হতে না হতেই দর্শক মোবাইল বাগিয়ে চালু করল সেল্ফি-ক্লিক-ক্লিক। তার ফ্লাশলাইট-এ "ওরেশশালা" বলে পালাল বজ্র-বিদ্যুৎ ভ্রাতৃদ্বয়।
ঝড়-বৃষ্টি তবু বেশ কিছুক্ষন ক্লাইম্যাক্স ধরে রাখতে চাইল। কিন্তু দর্শক নাটক ছেড়ে ফেসবুকে আপডেট দেওয়া শুরু করতেই, ঝড়-বৃষ্টি সমস্ত উত্তেজনা-অনুপ্রেরণা হারাল। ঝপাঝপ পর্দা ফেলে তারাও পড়ল কেটে।
মঞ্চ এখন ফাঁকা। দর্শক মুখ বেজার করে, চুক চুক করছে"এহে! আর একটু হলো না? এতো তাড়াতাড়ি শেষ!"
এখন দর্শক নিজেরাই মঞ্চে উঠে খানিক বাঁদর নাচ নেচে নেবে কিনা ভাবছে।
No comments:
Post a Comment