Friday, 21 March 2025

কোভিড

বিজ্ঞানীরা বলছেন, বাতাসে NO2 শার্প ফল করেছে।

রাস্তাতে লোক কম, গাড়ি কম।

প্রকৃতি রিকভার করছে। দম নিচ্ছে।

প্রকৃতির এই ষড়যন্ত্র করা ছাড়া বোধহয় আর উপায় ছিল না।

মানুষের অত্যাচার থামছিল না শত হিন্টসেও।

কথা বলতে পারেনি, গলা তুলতে পারেনি, ঘুষি মারতেও না।

প্রকৃতি একটু রিকভার করে নিক।

খেলাটা তারপর সামনে সমানে হবে।

২১ মার্চ ২০২০ 



No comments:

Post a Comment