Thursday, 27 March 2025

তৃতীয়

 

থ্রি ইডিয়টস বা থ্রি মাস্কেটিয়ার্স এর মতো বন্ধুত্বে "তৃতীয়" ব্যাপারটা সর্বদাই উপাদেয়।

প্রেমের ক্ষেত্রে "তৃতীয়" একটু স্পীড ব্রেকারের মতো আচরণ করে বটে, তবে সেটা আছে বলেই এ ধরাতে ভুরি ভুরি প্রেমকাব্য-এর প্রোডাকশন।

অলিমিপিক্সে "তৃতীয়" একটি সম্মানজনক স্থান বটেই।

ভূতের রাজাও দুয়েতেই খেল খতম করতে পারতেন তবু তিনের মাধুর্য্য বুঝে, দিলেন তিন নম্বর বর ঠুকে।

বেশ।

তবু কোথাও যেন ওই এক আর দুয়ের উত্তেজনা-আবেগ-হুজুক, তৃতীয় ব্যক্তি অব্দি পৌঁছতে পৌঁছতে কেমন ম্লান হয়ে যায়।

যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েও অসামান্যদের ভিড়ে ন্যূনতম।

জীবনের প্রতিটি ক্ষেত্র তো আর ক্রিকেটের মাঠ নয়, যেখানে তৃতীয় একজন আম্পায়ার এবং উনিই শেষ কথা।


২৭ মার্চ ২০১৯ 



No comments:

Post a Comment